Isbah IT-তে আপনাকে স্বাগতম

Isbah IT হচ্ছে বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট এবং ওয়েবসাইট মেইনটেনেন্স এর জন্য অন্যতম বিশ্বস্ত এবং সফল ডিজিটাল মার্কেটিং এজেন্সি। সবচেয়ে কম খরচে আমরাই আপনাকে দিয়ে থাকি গ্রাহকের হাতের মুঠোয় আপনার ব্যাবসার প্রচারণা। গ্রাহকদের সীমাবদ্ধতার অবসান ঘটাতে আমরা সেবা দিয়ে থাকি ঢাকাসহ সারা বাংলাদেশ জুড়ে।

Previous
Next

আমাদের প্রতিষ্ঠার ইতিহাস

Isbah IT সাধারনত সকল ধরনের ডিজিটাল সমস্যা সমাধানের একটি One-stop সল্যুশন পয়েন্ট এবং বাংলাদেশের সেরা মার্কেটিং এজেন্সি গুলোর মধ্যে একটি। Isbah IT সাধারনত Website Design, Website Development, Website Maintenance, SEO (Search Engine Optimization), SMM (Social Media Marketing), এবং Advertising সংক্রান্ত সার্ভিস প্রদান করে থাকে।

আমরা আমাদের ডিজিটাল এক্সপেরিয়েন্স গুলোর (ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, স্যোশাল মিডিয়া মার্কেটিং এবং এস,ই,ও) এমনভাবে সন্নিবেশ করেছে যা আমাদের গ্রাহদের চাহিদার প্রতিটি দিক বিবেচ্য। যা আপনার ব্যবসার অনলাইন রেপুটেশন বৃদ্ধি করে, কোয়ালিটি ট্রাফিক, টার্গেটেড লিড, এবং বিক্রয় নিশ্চিত করতে সাহায্য করে।

Isbah IT ঢাকাসহ সারা বাংলাদেশে বিশেষ করে (খুলনা, বগুড়া, রাজশাহী, রংপুর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট)-এ সার্ভিস দিয়ে থাকে। গ্রাহকদের সন্তুষ্টি বজায় রেখে বাংলাদেশের সেরা ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি হওয়ায় আমাদের আগামীর লক্ষ।

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে যেকোন ধরনের ব্যবসার ক্ষেত্রে ডিজিটালাইজেশন এর অবশ্যম্ভাবী সম্ভাবনা থাকা সত্ত্বেও ছোট এবং মাঝাড়ি ধরনের প্রতিষ্ঠান গুলোর পর্যাপ্ত বিনিয়োগের সামর্থ্য না থাকায় তারা পিছিয়ে পড়ছে। আর এক্ষেত্রে Isbah IT এর প্রধান লক্ষ্য সীমিত বিনিয়োগে এবং কোন প্রকার টেকনোলোজিক্যাল দক্ষ্যতা ছাড়াও এসব প্রতিষ্ঠান কিভাবে তাদের ব্যবসাকে প্রতিযোগীতার দৌড়ে স্থান করে দিতে পারে তার নিশ্চয়তা প্রদান করা।

তাছাড়াও যেকোন ধরনের একক উদ্যোক্তা, একক ব্যবসায়ী এবং ছোট আকারের অনলাইন আউটলেট গুলোকে সেবা প্রদানে আমরা সবসময় উদ্বুদ্ধ। Isbah IT বাস্তবতার নিরিখে উদ্ভাবনী উদ্যোগ নিতে ভালোবাসে। আর এই নীতি অবলম্বন করেই আমরা বিগত ৫ বছর ধরে অত্যান্ত সফলতার সাথে আমাদের সকল প্রজেক্ট সম্পূর্ণ করে আসছি এবং এই ধারাবাহিকতা ধরে রাখাই আমাদের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য।

একনজরে আমাদের লক্ষ্য উদ্দেশ্য এবং বৈশিষ্ঠ্য

আপনি কি জানেন কোন না কোন পন্থাতে আপনি আমি এবং আমাদের সকল কার্যকলাপ Diguital Industry এর আওতাভুক্ত। হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন। কেননা, বর্তমানে আমরা যেকোন বিষয়ে অনলাইন নির্ভর। তাই, ডিজিটাল মার্কেটিং মিডিয়া আমাদের পণ্য/সেবার সু-নিপুন অনলাইন উপস্থাপন আরো সহজ করেছে, আর Isbah IT এসব সেবা করেছে সহজলভ্য।

আপনি অবশ্যই বিশ্বাস করবেন, প্রতিদন আমরা নিজেকে আয়নায় যতবার না দেখি তার চেয়েও বেশী সময় আমরা নিজেকে অনলাইনে প্রতিয়মান করি। তাই বর্তমানে আমাদের যেকোন ধরনের অগ্রগতি বা সমৃদ্ধির জন্য ইন্টারনের নির্ভর হতেই হবে। অতএব, Isbah IT এর লক্ষ্য এবং উদ্দেশ্য এর কথা বিবেচনা করে আমাদের সহায়তায় আপনার ব্যবসা/পণ্য/সেবার একটি Digital Identity তৈরি করুন। তাই যেখানে সেখানে অযথা ব্যয় না বাড়িয়ে আপনার অগ্রগতিতে Isbah IT এর অবদান নিশ্চিত করুন।

আমাদের সুদক্ষ টিম

আমাদের টিমের সদস্য বৃন্দ

Md. Limon Hasan

Digital Marketing Expert
Website design & Development, Graphic designer, digital marketer

Abida Sultana

Sales & Marketing
Accomplishes marketing and sales objectives by planning, developing, implementing, and evaluating advertisements

Farzana Akhter

Sales & Marketing
Accomplishes marketing and sales objectives by planning, developing, implementing, and evaluating advertisements

Shahria Hoque

SDD
software designer and developer

Ujjol Hossen Anik

SDD
Software designer & Developer

Shorab Hossain

Company manager
Responsible for Managing Company

আপনার প্রযেক্ট নিয়ে আলোচনা করুন আমাদের সাথে

১২ বছরের অভিজ্ঞতা

আমাদের বিগত বছরগুলোর কর্মসাফল্যই আমাদের অনুপ্রেরণা

সফল প্রজেক্ট

39টি সফল প্রজেক্ট

সুদক্ষ টিম

6জন সুদক্ষ সদস্য নিয়ে সাংগঠিত